Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌর নির্বাচন: চট্টগ্রামে সংঘাতে প্রাণ গেল একজনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আবদুল মাবুদ (৪৫) গোবিন্দারখীল ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট শুরুর প্রায় চার ঘণ্টা পর ভোটকেন্দ্র দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘাত শুরু হয়। কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান ও সারওয়ার কামালের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন,সংঘর্ষের সময় আবদুল মাবুদ ছুরিকাঘাতে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এসএসএ 

চট্টগ্রাম টপ নিউজ পৌর নির্বাচন সংঘাতে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর