সড়ক দুর্ঘটনায় সাংবাদিক লোকমানের মৃত্যু
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১২
বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর এলাকায় ট্রাকচাপায় লোকমান হোসেন (৩৫) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। রোববার(১৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় উন্নত চিকিৎসার্থে ঢাকা নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন লোকমান।
লোকমান হোসেন সংবাদকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টারপ্রাইজেও কাজ করতেন।
এ ব্যাপারে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান এবং ট্রাকের নিচে চলে যান লোকমান। এসময় অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
সারাবাংলা/একেএম