ফরিদগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৮
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৮
চাঁদপুর: অনিয়ম, কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপি মনোনিত প্রার্থী ইমাম হোসেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট শুরুর দুই ঘণ্টা পর ১০টায় তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।
তিনি অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের পক্ষে একজন এএসপি রয়েছেন। ওনি নিজে ব্যালট পেপার নিয়ে সিল মেরেছেন। আমাদের ধানের শীষের কোনো ব্যালট নেই, সেগুলো আগেই নৌকার সিল মেরে ভর্তি করে রেখেছে। নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের কিছুই করার নেই, আপনারা বাড়ি চলে যান। আমার এজেন্টদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। তাই আমি নির্বাচন বয়কট করলাম।
উল্লেখ্য, চতুর্থ ধাপে ৫৫ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সারাবাংলা/এসএসএ