Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্ধ্র প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষ, ১৪ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৬

ভারতের অন্ধ্র প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে কুরনুল জেলার বেলদ্রুতি মণ্ডল গ্রামের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মৃতদের সকলেই তীর্থযাত্রী। দুর্ঘটনায় বেঁচে গেছে চারজন শিশু, তাদের মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন। খবর এনডিটিভি।

এ ব্যাপারে কুরনুল জেলার পুলিশ প্রধান এফ ফকিরাপ্পা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই বাসে মোট ১৮ আরোহী ছিলেন। ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্পিড ব্রেকারের সঙ্গে বাসটি ধাক্কা খাওয়ার পর পেছন থেকে আর একটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চালকের কোনো অবহেলা বা যানবাহনের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা? তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

ওই সড়ক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ ক্ষতি অপূরণীয়। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ওই দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে শোক জানিয়েছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এর কয়েকদিন আগেই, অন্ধ্র প্রদেশের বিশাপতনমে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে চার জনের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/একেএম

অন্ধ্র প্রদেশ টপ নিউজ বাস-ট্রাক সংঘর্ষ মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর