সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলায় চার্জশিট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:০৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩২
ঢাকা: ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) কাজলের অন্যতম আইনজীবী জায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী হাজারীবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
সারাবাংলা/এআই/এসএসএ