Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবা‌দিক কাজলের বিরুদ্ধে ডি‌জিটাল আইনের মামলায় চার্জশিট

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:০৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩২

ফটোসাংবাদিক কাজল, ফাইল ছবি

ঢাকা: ফটোসাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কাজলের অন্যতম আইনজীবী জায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী হাজারীবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলা ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরও দু‌টি মামলা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।

সারাবাংলা/এআই/এসএসএ 

আদালত চার্জশিট ডিজিটাল নিরাপত্তা আইন মামলা সাংবাদিক কাজল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর