Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ষ্ঠ দিনে ভ্যাকসিন নিলেন ২ লাখ, গ্রহীতার সংখ্যা ৭ লাখ ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৭

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ষষ্ঠ দিনে এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ২৬ হাজার ৫৬৪ জন।

এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন গ্রহণ করেছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে ৩৯৪ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখনও পর্যন্ত সবাই সুস্থ আছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘যেকোনো ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের ভ্যাকসিন নেওয়ার স্থান লাল হতে পারে, সামান্য জ্বর আসতে পারে এবং কিছু ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার স্থানসহ শরীরে ব্যথা হতে পারে। ৩৯৪ জনের ক্ষেত্রে এমনই হয়েছে। এখন পর্যন্ত কারোর মাঝেই এর চেয়ে গুরুতর কিছু দেখা যায়নি।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভ্যাকসিন নিয়েছে ২৬ হাজার ৫৬৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৬৫৩ জন পুরুষ ও আট হাজার ৯১১ জন নারী। রাজধানীতে এখন পর্যন্ত ৯৫ হাজার ৪৬৫ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে ৬৪ হাজার ৮৫৭ জন পুরুষ ও ৩০ হাজার ৬০৮ জন নারী।

ঢাকা জেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছে ৯ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছয় হাজার ৭৭৬ জন পুরুষ ও তিন হাজার ৬৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ভ্যাকসিন নিয়েছেন দুই হাজার ৯৫৬ জন। এর মধ্যে এক হাজার ৯৩১ জন পুরুষ ও এক হাজার ২৫ জন নারী ভ্যাকসিন পেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এর মধ্যে ৩৫ হাজার ৪৩০ জন পুরুষ ও ১৮ হাজার ৬৩৯ জন নারী। এই বিভাগে এখন পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৫৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। ভ্যাকসিন গ্রহণ করার পরে এই বিভাগে ৭৫ জনের মাঝে ভ্যাকসিন নেওয়া পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবাই সুস্থ আছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯০ জন ভ্যাকসিন নিয়েছেন। এই বিভাগে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯১৮ জন ভ্যাকসিন নিয়েছেন যার মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৬৯ জন ও নারী ১০ হাজার ৪৯ জন। এই বিভাগে ২৪ জনের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও সবাই এখন সুস্থ আছেন।

চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৭৮ হাজার ৫১২ জন যার মাঝে এক লাখ ২৪ হাজার ৯৮৭ জন পুরুষ ও ৫৩ হাজার ৫২৫ জন নারী। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ভ্যাকসিন নিয়েছে ৪৭ হাজার ৭১৮ জন। এখন পর্যন্ত এই বিভাগে ১০৯ জনের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও সবাই এখন সুস্থ আছেন।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ২২ হাজার ৭৪ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪৫৩ জন ও নারী সাত হাজার ৬২১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত ৪২ জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। তবে সবাই সুস্থ আছে এখন পর্যন্ত।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৭৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১৪৪ জন পুরুষ, নারী সাত হাজার ১৩৪ জন। এই বিভাগে এখন পর্যন্ত ৬১ জনের মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। তবে সবাই সুস্থ আছে এখন পর্যন্ত।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭ হাজার ৫১৩ জনকে। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪৩, নারী দুই হাজার ৫৭০। এই বিভাগে ১৩ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৬ হাজার ৮৭ জনকে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১১০, নারী পাঁচ হাজার ৯৭৭। এদের মধ্যে ১৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ১৭ হাজার ৫৪২ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৬৯ ও নারী পাঁচ হাজার ৮৭৩ জন। এই বিভাগে ৯ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন ও দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন ভ্যাকসিন নিয়েছিলেন। তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন এক লাখ এক হাজার ৮২ জন। চতুর্থ দিনে দেশে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। পঞ্চম দিনে ভ্যাকসিন গ্রহণ করে দুই লাখ চার হাজার ৫৪০ জন।

পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন ২১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও দ্বিতীয় দিন দেখা দেয় ৭১ জনের মধ্যে। তৃতীয় দিন ৯৪ জন এবং চতুর্থ দিন দেখা দিয়েছে ৭০ জনের শরীরে। পঞ্চম দিনে দেশে ৭৬ জনের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

সারাবাংলা/এসবি/পিটিএম

৬ষ্ঠ দিন ৭ লাখ টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর