‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে’
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৯
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বাংলাদেশের মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্লাবে আয়োজিত পিঠা উৎসব ও মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পূর্বাচল লেডিস ক্লাব এই পিঠা উৎসব ও তিন দিনব্যাপি মেলার আয়োজন করেছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দেশের সর্বত্র পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছে। শিক্ষা, ক্রীড়া এবং সৃজনশীল ক্ষেত্রে নারীরা তাদের পুরুষ সহকর্মীর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে।’
‘আমাদের সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়’, —এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে পূর্বাচল লেডিস ক্লাবকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন বস্ত্র ও পাটমন্ত্রী।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘একটি সুন্দর, শান্তিময়, সমৃদ্ধ দেশ গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীরা এগিয়ে চলছে।’
হাছিনা গাজী আরও বলেন, ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। এ ধরনের পিঠা উৎসবের আয়োজন প্রতিনিয়ত করা উচিত। তবেই আমরা বাঙ্গালীর ঐতিহ্য ধরে রাখতে পারবো।’
উল্লেখ্য, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাবে পূর্বাচল লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও তিন দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব ও মেলা।
সারাবাংলা/এমও
গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্ব বস্ত্র ও পাটমন্ত্রী