Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার টিকা নিলেন আমীর খসরু, বললেন ‘ভালো আছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৩

চট্টগ্রাম ব্যুরো: ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। টিকা গ্রহণের পর তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গিয়ে সস্ত্রীক টিকা নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সেখানে ছিলেন।

বিজ্ঞাপন

সেলিম আকতার চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘বিএনপি নেতা সাইফুল সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে- সাবেক মন্ত্রী আমীর খসরু সাহেব স্ত্রীসহ টিকা নিতে যাবেন। দুপুর দেড়টার দিকে উনারা এসেছিলেন এবং টিকা গ্রহণ করেছেন। সাইফুল সাহেব এবং তার স্ত্রীও টিকা নিয়েছেন। আমরা উনাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছি।’

বিএনপির নীতিনির্ধারক হিসেবে বিবেচিত নেতাদের মধ্যে ৭২ বছর বয়সী আমীর খসরু মাহমুদ চৌধুরীরই প্রথম টিকাগ্রহণের কথা প্রকাশ্যে এল, যদিও এর আগে দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ভ্যাকসিন গ্রহণের বিষয় গণমাধ্যমে এসেছে। দলটির চট্টগ্রামের সামনের সারির নেতাদের মধ্যেও কারও এখনো করোনার টিকা গ্রহণের বিষয় প্রকাশ করা হয়নি।

টিকা গ্রহণের পর শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় জানতে চাইলে টেলিফোনে আমীর খসরু মাহমুদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ভালো আছি। এখন পর্যন্ত শরীরে কোনো রি-অ্যাকশন নেই। শুনেছি রাতে বোধহয় একটু জ্বর আসে আর শরীর ব্যথা হয়। আমার এখনো তেমন কিছু নেই।’

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। তবে এর আগ থেকেই ভারত থেকে আসা এই টিকা নিয়ে বিএনপি নেতারা নানা ধরনের সংশয়-সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী নব্বইয়ের দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতি শুরু করেন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বন্দর আসন থেকে চার দফায় সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তিনি কিছুদিন বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আরডি/এমআই

আমীর খসরু মাহমুদ করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর