অগ্নিনির্বাপণ সনদ না থাকলে ট্রেড লাইসেন্স নয়: মেয়র আতিক
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫০
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অগ্নিনির্বাপণ ও ফায়ার ড্রিলের সনদ না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কড়াইলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা মহড়ায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে।’
মেয়র আরও বলেন, ‘আপনারা ৪০, ৫০, ৬০ তলা বিল্ডিং করবেন, কিন্তু নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা তৈরি করবেন না, এটা হতে পারে না। নিজস্ব অগ্নিনির্বাপণ ও ফায়ার ড্রিল সনদ না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। যারা ভবন তৈরি করবেন তাদেরই ভবনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। সরকারের জন্য বসে থাকলে হবে না। ফায়ার ব্রিগেডের আশায় বসে থাকলে হবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।’
মেয়র আরও বলেন, ‘বস্তিবাসীর আবাসিক সমস্যা সমাধানে ডিএনসিসি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায়। গাবতলীতে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একইভাবে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা যেতে পারে।’
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারের আমলে পর্যাপ্ত যন্ত্রপাতি কেনা হয়েছে। দেশব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজিসহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হবে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে দক্ষতা তৈরি হবে তা পৃথিবীর যেকোনো উন্নত শহরের সমপর্যায়ের সঙ্গে তুলনীয় হবে।’
মহড়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির প্রমুখ।
সারাবাংলা/এসএইচ/পিটিএম