Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিবিদ দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩১

ময়মনসিংহ: কৃষিবিদ দিবস উপলক্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সলর কৃষিবিদ প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আবদুর রাজ্জাক। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ইকরামুল হক টিটু, রেজিস্ট্রার কৃষিবিদ প্রফেসর মো. ছাইফুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে একটি র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘোরে। র‌্যালি শেষে কৃষিবিদ দিবসে ১০০ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

সারাবাংলা/এমও

আলোচনা সভা কৃষিবিদ দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর