Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে অপেক্ষমাণ অভিবাসীদের ঠাঁই দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৬

অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান থেকে সরে আসছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর অংশ হিসেবে মেক্সিকোতে অপেক্ষমাণ কয়েক হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে দেশটি।

বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোতে অপেক্ষমাণ এমন প্রায় ২৫ হাজার অভিবাসীকে গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহে। কয়েকটি ধাপে তাদের সবাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

এসব অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে শুরুতেই নিবন্ধন করতে হবে। এরপর তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই তাদের তিনটি সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকানো হবে।

এর আগে, ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির জের ধরেই মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। এর মধ্যে ২০১৯ সালে দ্য মাইগ্রেন্ট প্রোটেকশন প্রটোকল কর্মসূচি চালু করা হয়। ওই সময় থেকেই যুক্তরাষ্ট্রে শরণার্থী আবেদনের শুনানি চললেও তাদেরকে অবস্থান করতে হতো মেক্সিকো সীমান্তে। বাইডেন ক্ষমতায় আসার পরই এই প্রটোকল বাতিল করেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান আলেহান্দ্রো মায়োরকাস বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার ফের নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণেই আমরা অভিবাসন নীতি সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি। এর আগে যে নীতি ছিল, সেটি মার্কিনিদের জাতিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

বিজ্ঞাপন

এদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদন বলছে, বাইডেন প্রশাসন মেক্সিকো সীমান্তের তিনটি স্থান দিয়ে অভিবাসীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে দুইটি স্থানের প্রতিটি দিয়ে দিনে তিনশ জন করে অভিবাসীকে ঢুকতে দেওয়া হবে। তৃতীয় স্থানটি দিয়ে আরও কম মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

মায়োরকাস জানান, যেসব ব্যক্তি শুরুর এই পর্যায়ে অভিবাসনের অনুমতি পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন না, তাদের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে।

সারাবাংলা/টিআর

অপেক্ষমাণ অভিবাসী অভিবাসন টপ নিউজ মেক্সিকো সীমান্ত যুক্তরাষ্ট্রে অভিবাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর