Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গ্রাম এখন শহর: এস এম কামাল

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫১

জয়পুরহাট: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গ্রাম এখন শহর পরিণত হয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। গ্রামের রাস্তাঘাট এখন পাকা হয়ে গেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে এস এম কামাল হোসেন বলেন, ‘ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। মানুষের জনসমর্থন নিয়ে আমরা জয়ী হতে চাই। উন্নয়ন মানেই আওয়ামী লীগ, উন্নয়নের প্রতীক নৌকা।’

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক সহ সভাপতি গোলাম হক্কানী, নৃপেন্দ্রনাথ মন্ডল, অর্থবিষয়ক সম্পাদক আহসান কবীর, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যরা।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ এস এম কামাল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর