Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু সবচেয়ে কম, নতুন শনাক্ত ৪০৪ রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৮

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪০৪ জন নতুন রোগী। এই মৃত্যুর সংখ্যা করোনা বিস্তার থেকে শুরু করে এ পর্যন্ত সবচেয়ে কম।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ২১০টি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১১৪টি। নতুন ও পুরনো নমুনা মিলে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩২৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪০৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন। নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৪ ঘণ্টায় ৪২২ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত রোগীর সংখ্যা ৮ হাজার ২৫৩ জন।

২৪ ঘণ্টার হিসেবে শনাক্ত বিবেচনায় শতকরা হার ২ দশমিক ৮২। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৩। শনাক্ত প্রতি সুস্থতার হার ৯০ দশমিক ০৮। শনাক্ত প্রতি মৃত রোগীর সংখ্যা শতকরা ১ দশমিক ৫৩ জন।

৫ জন মৃতদের মধ্যে ৪ জন পুরুষ আর একজন নারী।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী দুইজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ৩ জন।

বিভাগওয়ারী ঢাকা বিভাগে মারা গেছেন চারজন করোনা রোগী আর চট্টগ্রামে মারা গেছেন একজন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় একজন মারা যাওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশে সব অফিস-আদালত চালু রাখা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর