ইইউ’র সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:০২
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি রাশিয়ার ওপর কোনো অবরোধ আরোপ করে তবে দেশটি ইউরোপীয় জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ। খবর বিবিসি।
এর আগে, রাশিয়ার বিরধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাবন্দি করে রাখলে দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের সম্ভাবনার কথা জানিয়েছিল ইইউ। তাদের ওই বক্তব্যের প্রেক্ষিতেই রাশিয়া তাদের অবস্থান ব্যাখা করলো।
এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে কোনো মুহুর্তে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, শান্তি স্থাপনের জন্য যেমন যুদ্ধে লিপ্ত হতে হয় বিষয়টি অনেকটা সেরকমই। রাশিয়ার রাষ্ট্রীয় ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইইউ যদি অবরোধ আরোপ করে, তাহলে রাশিয়া জোট থেকে বের হয়ে এক ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়বে এ ব্যাপারটি নিশ্চিত।
তিনি আরও বলেন, রাশিয়া কোনোভাবেই আন্তর্জাতিক সম্পর্কছিন্ন করে আলাদা থাকার পক্ষপাতী নয়। কিন্তু, বাধ্য হয়য়ে তাদেরকে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।
প্রসঙ্গত, অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করার পর তার মুক্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেওয়ার দায়ে ইতমধ্যেই রাশিয়া তাদের দেশ থেকে কয়েকজন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। জবাবে, ইউরোপের ওই দেশগুলো থেকেও রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
সারাবাংলা/একেএম