Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজস্ব ভাষার মর্যাদা দিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৫

নেত্রকোনা: বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে। তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক তৈরি করে তাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দিয়েছে। নিজস্ব ভাষার মর্যাদা দিয়েছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু আদিবাসীদের সনাতনী অধিকারসহ রাষ্ট্রীয় পর্যায়ের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে কাজ শুরু করেছিলেন।

এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ফেব্রুযারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী ‘গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশ’-এর ১৩০তম সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এ সব কথা বলেন।

সভাপতি পাস্টার শৈবাল সাংমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাংমাসহ স্থানীয় আওয়ামী লীগ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

নৃ-গোষ্ঠী পাঠ্যপুস্তক মাতৃভাষা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর