Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিক হত্যার দায় স্বীকার করলেন প্রেমিকা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৮

ঢাকা: রাজধানীর গোপীবাগে এলাকায় প্রেমিক সজিব হাসানকে (৩২) অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচখণ্ড করে হত্যার অভিযোগের মামলায় প্রেমিকা শাহনাজ বেগম (৫০) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ আসামি শাহনাজ বেগমকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হলে তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শাহনাজ পঞ্চাশোর্ধ, সজিব তার চেয়ে বয়সে কম হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। এ সম্পর্কের মধ্যেই বিভিন্ন সময় সাংসারিক, পারিবারিক, ব্যক্তিগত নানা কারণে দু’জনের ঝগড়াঝাঁটি হতো। এ কারণেই সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করেন শাহনাজ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি শাহনাজের আসল স্বামী স্ত্রী হারিয়ে গেছে মর্মে রাজধানীর ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সজিবকে হত্যার পরপরই শাহনাজ তার আসল স্বামীকে ফোন করে আসতে বলেন। পরে শাহনাজের স্বামী পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাসায় আসেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ৩ দিন ধরে নিখোঁজ নারীর সন্ধান মিললো ৫ টুকরো লাশের সামনে

 

সারাবাংলা/এআই/এনএস

টপ নিউজ দায় স্বীকার প্রেমিকার পরকীয়া প্রেমিক হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর