Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি থেকে অপহৃত ব্যক্তি গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১১:২১

হিলি: দিনাজপুরের হিলি থেকে অপহৃত মুদি দোকানদার আনোয়ার হোসেনকে (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এসময় স্বামী-স্ত্রীসহ চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ থানার বড়চাপচ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (৩০),একই এলাকার হবিবর রহমানের ছেলে ইসমাইল (৩৫),জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার বিদ্দিগ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩৫) এবং তার স্ত্রী নাজমিন বেগম (৩০)।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,হিলি-হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন পেশায় মুদি দোকানদার। বুধবার সন্ধ্যায় অপহরণকারীরা হিলি থেকে তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে আটকে রেখে অপহৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃত ব্যক্তির ছেলে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। এসময় স্বামী-স্ত্রীসহ চার অপহরণকারীকে আটক করা হয়।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

অপহরণ উদ্ধার গাইবান্ধা গোবিন্দগঞ্জ দিনাজপুর হিলি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর