Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ডিএমপির প্রস্তুতি সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১০:০৪

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম [ফাইল ছবি]

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি।

তিনি জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে নির্দিষ্ট স্থানে ব্যানার, দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপন এবং ডাইভারশন ব্যবস্থা থাকবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ১২টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এলাকাগুলো হলো নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, ফুলার রোড মোড়, বকশি বাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, জিমনেশিয়াম ক্রসিং, রোমানা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, টিএসসি সড়কদ্বীপ ও শাহবাগ ক্রসিং।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। অন্যবারের তুলনায় সবাইকে বেশি সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত আবেগের জায়গা থেকে মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। তাই সবাইকে সর্বোচ্চ মানবিকতা দিয়ে সেবাপ্রদান নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

কমিশনার আরও জানান, পার্কিংয়ের জায়গা হিসেবে ভিভিআইপি, ভিআইপি ও বিদেশি কূটনীতিকদের জন্য ঢাবির খেলার মাঠ (জিমনেশিয়াম), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন মাঠ এবং সর্বসাধারণের জন্য নীলক্ষেত, পলাশী ও ঢাকেশ্বরী সড়কে যানবাহনের পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এসএসএ

ডিএমপি প্রস্তুতি সম্পন্ন শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর