প্রশ্নপত্র ফাঁস: ঢাবির আরও ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
১১ ফেব্রুয়ারি ২০২১ ২২:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৩
ঢাকা: প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় আরও সাত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এ ছাড়া একই অভিযোগে আরও দুজন শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, একই অভিযোগে শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে ৭৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আগে বহিষ্কৃত ৭৮ শিক্ষার্থী এবং আজ বহিষ্কারের সুপারিশ হওয়া ৭ জন এবং কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুইজনসহ মোট ৮৭ জন শিক্ষার্থীর প্রত্যেকেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলার আসামি।
শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘সিআইডির অভিযোগপত্রে সর্বমোট ৮৭ জনের নাম ছিল। এর আগে ৭৮ জনকে বহিষ্কার করা হয়েছিল। এবার বাকি থাকা ৯ জনের মধ্যে ৭ জনকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। অন্য দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
সারাবাংলা/আরআইআর/একে