Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের ফলাফলের ‘প্রিন্টেড কপি’ পাননি শাহাদাত, মামলার ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৮

চট্টগ্রাম ব্যুরো: আবেদনের ১০ দিন পরও ভোটের ফলাফলের প্রিন্টেড কপি দিতে না পারায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন।

নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর শপথ গ্রহণের দিন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সঙ্গে দেখা করেন শাহাদাত।

বিজ্ঞাপন

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের শাহাদাত বলেন, ‘প্রতিটা ইভিএম মেশিনের একটি প্রিন্টেড কপি থাকে, যার সাথে নির্বাচন কমিশনের হাতে লেখা একটা কপি থাকে। যেহেতু ১০টি কক্ষে প্রিন্টেড কপি তারা দিতে পেরেছে অবশ্যই চার হাজার ৮৮৫টি কক্ষে তাদের এটা দিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে উনাকে বলেছিলাম। কিন্তু উনি বলেছেন, এখান থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু এখান থেকে কেন সম্ভব নয় সেটার ব্যাখ্যা উনি দিতে পারেননি।’

‘উনি বলেছেন নির্বাচন কমিশনে আবার অ্যাপ্লাই করতে। কিন্তু উনাদের কথা মতোই আমরা এখানে আবেদন করেছিলাম। দশ দিন পর আজ এসে সেই রেজাল্ট উনারা দিতে পারেননি। এতে বুঝা যাচ্ছে, সেই প্রিন্টেড শিট উনারা দিতে পারবেন না। তার অর্থ নির্বাচনে মহাভোট ডাকাতি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।’

শাহাদাতের ধারণা, নির্বাচনে রেজাউল বড়জোড় ২০-২৫ হাজার ভোট পেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রিন্টেড শিট যদি তারা বের করতে পারত তাহলে একসেক্ট পারসেন্টেজটাও আসত এবং কার কত ভোট সেটাও আসত। রেজাউল করিম সাহেব আমার প্রতিদ্বন্দ্বী, উনি অনেক ভোট কম পেয়েছেন। সম্ভবত যেটা তিন লাখ ৬৯ হাজার ভোট দেখাচ্ছে, সেখানে সম্ভবত ২০-২৫ হাজার ভোট উনি পাইতে পারে ম্যাক্সিমাম। আমাদের সন্দেহ হচ্ছে সাড়ে তিন লাখ ভোট উনাকে যোগ করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

শাহাদাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘আমাদের কাছে ফলাফলের সই করা যে কপি ছিল সেটা আমরা তাদের দিয়েছি। এখন তিনি যদি অন্য কিছু চান সেজন্য নির্বাচন কমিশনের আবেদন করতে হবে।’

গত ২৭ জানুয়ারি সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। বৃহস্পতিবার রেজাউল ঢাকায় মেয়র হিসেবে শপথ নিয়েছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ভোট দিয়েছেন মোট ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩। ভোটের হার ২২ দশমিক ৫২ শতাংশ। ১ হাজার ৫৩টি ভোট বাতিল হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক টপ নিউজ বিএনপি মেয়রপ্রার্থী শাহাদাত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর