Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: জেলার সীতাকুণ্ড উপজেলায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুশফিকুর আহমদ (২১) চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার বাসিন্দা মো. মমতাজুলের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানিয়েছেন, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলে মুশফিকুর। ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুশফিকুরকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুশফিকুরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া।

সারাবাংলা/আরডি/এমও

পুলিশ কনস্টেবল মোটরসাইকেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর