Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু ৯ জন, শনাক্ত ৪১৮

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৫

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪১৮ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ২১০টি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩০৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৭৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৮ হাজার ১৭টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪১৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন। নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত রোগীর সংখ্যা ৮ হাজার ২৪৮ জন।

২৪ ঘণ্টার হিসেবে শনাক্ত বিবেচনায় শতকরা হার ২ দশমিক ৬৫। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৭। শনাক্ত প্রতি সুস্থতার হার ৯০ দশমিক ০৭। শনাক্ত প্রতি মৃত রোগীর সংখ্যা শতকরা ১ দশমিক ৫৩ জন।

৯ জন মৃতদের মধ্যে ৫ জন পুরুষ আর ৪ জন নারী।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ষাটোর্ধ্ব রয়েছেন ৭ জন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় একজন মারা যাওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশে সব অফিস-আদালত চালু রাখা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সারাবাংলা/একে

করোনাভাইরাস করোনাম কোভিড ১৯