Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলেন না, করলেন ভ্যাকসিন নেওয়ার অভিনয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৬

সিরাজগঞ্জ: করোনার ভ্যাকসিন না নিয়ে শুধুমাত্র ফটোসেশন করে আলোচনার জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার। শুধু দেখানোর জন্য টিকা নেওয়ার ভঙিমায় ছবি তুলেছেন তিনি। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হয়। ওইদিন চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার। তবে দেশের অন্য এলাকায় প্রধান অতিথিরা টিকা নেওয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। কিন্তু চৌহালীতে টিকা না নিয়ে, শুধুমাত্র টিকা নেওয়ার অভিনয় করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার।

সেই টিকা নেওয়ার অভিনয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে।

চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের জানান, চৌহালীতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা এখন পর্যন্ত এই টিকা গ্রহণ করেননি। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফসহ ১৪ জন, একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন কৃষক এই ভ্যাকসিন নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। কিন্তু তিনি টিকা না নিয়ে শুধু টিকা নেওয়ার অভিনয় করে ছবি তুলেছেন। ব্যস্ততার কারণে তিনি পরে টিকা নেবেন বলে জানিয়েছেন।

চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার বলেন, ‘করোনার টিকা নিয়ে ১ ঘণ্টা বিশ্রাম নিতে হয়। সেদিন জরুরি কাজ থাকায় টিকা নেওয়া হয়নি। তবে খুব দ্রুত হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

করোনার ভ্যাকসিন চৌহালী উপজেলা চেয়ারম্যান ফটোসেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর