ওয়াদা পূরণে কাজ করুন— জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৭
ঢাকা: জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চসিক মেয়র এম রেজাউল করিমসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কল্যাণ করা, মানুষের জন্য কাজ করা, মানুষের ভাগ্য পরিবর্তন করা— এটাই যেন লক্ষ্য হয়। আপনারা জানেন যে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি, বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা মনেপ্রাণে ব্শ্বিাস করি যে, দেশের কল্যাণে কাজ করলে করা যায়। এখানে জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে এটাই চাইব- জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে আপনারা যে ওয়াদা দিয়ে এসেছেন, আর আজকে যে শপথ নিলেন সেটা মাথায় রেখেই মানুষের জন্য কাজ করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে আমি আজ আরও অতিরিক্ত ৫০ হাজার ঘর নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা ছাড় করেছি। আমরা আরও এক লাখ ঘর তৈরি করে দিচ্ছি। আমরা সার্ভে করে দেখেছি। একটি লোক যেন গৃহহীন না থাকে। যার যার গ্রামে বাড়ি, সেখানে দেখবেন কোনো মানুষ গৃহহীন আছে কিনা? সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন। আমরা ঘর করে দেব।’
উল্লেখ্য, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। ২৮ জানুয়ারি রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।
সারাবাংলা/এনআর/পিটিএম
এম রেজাউল করিম চৌধুরী চসিক মেয়র জনগণ জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা