রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৩
ঢাকা: রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ৪০ বছর বয়সী এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই রিকশাচালককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডেমরা জোন ফায়ার সার্ভিসের সদস্য মো. রাশিদুল হক সারাবাংলাকে জানান, ডেমরা সারুলিয়া রানীমহল সিনেমা হলের সামনে রিকশা চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। এ সময় একটি মাইক্রোবাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, ঘটনায় দায়ী মাইক্রোবাসটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একেএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাইক্রোবাসের ধাক্কা রিকশাচালকের মৃত্যু