সেরা তরুণ করদাতার পুরস্কার নিলেন গাজী গোলাম মুর্তজা
১১ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২০:১১
ঢাকা: তরুণ ক্যাটাগরিতে দ্বিতীয় সেরা করদাতার পুরস্কার পেয়েছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা। এছাড়া ব্যক্তিপর্যায়ের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন তার বাবা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এনবিআর আয়োজিত ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা কর অঞ্চল-৪ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৪-এর কমিশনার আহাম্মেদ উল্যাহ।
একই সঙ্গে সেরা তরুণ ক্যাটাগরিতে আরও যারা সেরা সম্মাননা পেয়েছেন তারা হলেন— নাফিস সিকদার, নাফিসা কামাল, আহমেদ ইমতিয়াজ হাসান ও প্রকৌশলী মেহেদী হাসান।
আরও পড়ুন- সেরা করদাতার সম্মাননা পেলেন গাজী দস্তগীর ও গাজী মুর্তজা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্যক্তিপর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে ১২টি। ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত)’-এর বিধান অনুযায়ী এই ট্যাক্সকার্ড প্রদান করা হয়।
ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অনেকে।
এনবিআর সূত্রে জানা গেছে, ব্যক্তিপর্যায়ে ট্যাক্সকার্ড প্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে ক্যাটাগরি রয়েছে পাঁচটি। সেগুলো হলো- সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ ক্যাটাগরি। এছাড়া আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাট্যাগরি রয়েছে ১৩টি। এর মধ্যে আছে- ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) ও অন্যান্য।
ট্যাক্সকার্ড পাওয়া ব্যক্তি করদাতা, কোম্পানি বা অন্যান্য শ্রেণির করদাতারা ট্যাক্স কার্ডধারী হিসেবে বিবেচিত হবেন। এছাড়া, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যেকোনো ভ্রমণে বিমান, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিটপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ডধারীর স্ত্রী-স্বামী, নির্ভরশীল ছেলেমেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
সারাবাংলা/এসজে/এমআই