Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানদার ছাড়াই খাবার কিনবে শেকৃবি শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১ ১০:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:০৩

চুক্তি স্বাক্ষর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্থাপন করা হবে অটোমেটিক স্ন্যাকসকিপার মেশিন। দোকানদারবিহীন এই আধুনিক মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা স্ন্যাকস ও পানীয় জাতীয় খাবার প্রকৃতমূল্যে সহজেই কিনতে পারবে। পণ্যের মূল্য বিকাশ, রকেট বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং জার্মানি হোল্ডিং লিমিটেডের মাঝে মেশিন বসানোর বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনে ১০টি মেশিন স্থাপন করা হবে। মেশিনগুলোর সামগ্রিক খরচ বহন করবে জার্মানি হোল্ডিং লিমিটেড।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. হারুন-উর-রশিদ সারাবাংলাকে বলেন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মেশিনগুলোতে মানসম্পন্ন পণ্য ছাড়া অন্য কোনো পণ্য রাখা হবে না এবং শিক্ষার্থীরা সেগুলো নিতে পারবে এমআরপি মূল্যেই। খাবারের পাশাপাশি মেয়েদের হলের মেশিনগুলোতে প্রয়োজনীয় পণ্যও থাকবে। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন যন্ত্র দেখলেও বাংলাদেশে হয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাতুল্লাহ আমিন সারাবাংলাকে বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ। আশা করি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে ও সামগ্রিক মানোন্নয়নে এমন আরও পদক্ষেপ নেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

অটোমেটিক স্ন্যাকসকিপার মেশিন জার্মানি হোল্ডিং লিমিটেড শেকৃবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর