Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পাচ্ছেন মাধ্যমিকের সাড়ে ৫ হাজার শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫২

ডা. দীপু মনি, ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক পর্যায়ে সাড়ে পাঁচ হাজার শিক্ষক পাচ্ছেন পদোন্নতি। এজন্য তাদের পদোন্নতির তালিকাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জ্যেষ্ঠতার ভিত্তিতে ধাপে ধাপে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। প্রথম ধাপে সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এই পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির এই ধারা নিয়মিত করা হবে।’

দীপু মনি বলেন, ‘আমাদের স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোনো পদ ছিল না। এই সরকার সিনিয়র পদ সৃষ্টি করেছে। আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা পাঁচ লাখ ৭৫ হাজার ৪৩০ জন। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে তাদের মোট জনসংখ্যা এর চেয়ে কম। আমরা সবসময় শিক্ষকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে নীতি নির্ধারণ করি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা এক কোটি পাঁচ লাখ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী আছে ৪০ লাখ ৮৫ হাজার ২৯১ জন। পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় পাঁচ মিলিয়ন শিক্ষার্থী আছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকও রয়েছেন ১৫ হাজার ৫২৪ জন। এরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইউনিসেফের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোকা, কানাডা হাইকমিশনের গেড অব এইড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ফেন্দ্রা মুন মরিস উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনসের কান্ট্রি ডিরেক্টর ভ্যান মানেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এসএসএ

পদোন্নতি শিক্ষক শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর