সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা
১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৩
সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি জঙ্গিরা ড্রোন হামলা করেছে বলে সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় একটি বেসামরিক বিমানে আগুন ধরে যায় বলেও জানিয়েছে সৌদি আরবভিত্তিক আল-এখবারিয়া নিউজ।
ঘটনার কিছুক্ষণ পরেই হুতি জঙ্গিদের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মুখপাত্র ইয়াহিয়া সারেই। ওই হামলায় তারা চারটি ‘লাদেন ড্রোন বোমা’ ব্যবহার করেছে বলেও জানানো হয়েছে।
এ ব্যাপারে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হুতি জঙ্গিদের ওই হামলা কাপুরুষোচিত।
২০১৫ সাল থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি জঙ্গিরা সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। শুরু থেকেই দেশটির বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুতি জঙ্গিরা।
সারাবাংলা/একেএম