Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউক পরিচালক কাজী হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৪

ঢাকা: রাজধানীর উত্তরা ও পূর্বাচলে ৩০টি প্লট বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক কাজী মোহাম্মদ হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে যাচাইয়ের পর এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিককে নিয়োগ দিয়েছে কমিশন। বুধবার (১০ ফেব্রুয়ারি) তিনি অনুসন্ধান শুরু করেছেন বলে জানিয়েছে দুদক সূত্র।

বিজ্ঞাপন

দুদকে আসা সুনির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে, রাজউকের উত্তরা ও পূর্বাচলে ৩০টি প্লট বরাদ্দ হয়েছে ঘুষের বিনিময়ে। এছাড়া ওইসব জায়গায় প্লটের মালিকানা পরিবর্তন ও হস্তান্তরেও ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজউকের প্রশাসন বিভাগের পরিচালক কাজী মোহাম্মদ হাসান তার ব্যক্তিগত পিয়ন খোকন মিয়ার সঙ্গে যোগসাজশে এসব দুর্নীতি করেছেন বলে দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকা ও তার নিজ জেলা চট্টগ্রামে একাধিক বাড়ি, প্লট ও ফ্ল্যাট রয়েছে রাজউকের ওই পরিচালকের। তার ব্যক্তিগত পিয়নেরও নামে-বেনামে বিভিন্ন সম্পদ রয়েছে বলে দুদকের কাছে তথ্য রয়েছে।

সারাবাংলা/এসজে/টিআর

কাজী মোহাম্মদ হাসান দুদক রাজউক রাজউক পরিচালক