Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আতশবাজি-ড্রোন শো করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩০

ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে ড্রোন শো, এরিয়েল শো ও আতশবাজির আয়োজন করবে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার জন্য ড্রোন শো, এরিয়েল শো ও ফায়ারওয়ার্কস শো আয়োজন করবে। এর জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে যুক্ত করে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হবে। যেসব শো-এর কথা বলা হয়েছে, সেগুলোর মাধ্যমে দেশবাসীর সামনে আমাদের অর্জনগুলো উপস্থাপন করতে চাই।

মন্ত্রী বলেন, এগুলো যদি অফিসে বসে বসে করি তাহলে দেশবাসী জানতে পারে না। তাদের জানানোর জন্যই আমরা এই কাজগুলো করতে চাই। মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হবে। আবালবৃদ্ধবণিতা সবাই ওই শো উপভোগ করবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আতশবাজির জন্য কত টাকা খরচ হবে, আগামী বৈঠকে সে বিষয়ে জানানো যাবে। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করব।

সারাবাংলা/জেআর/টিআর

আতশবাজি এরিয়েল শো টপ নিউজ ড্রোন শো