Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা পৌর নির্বাচনের ফল স্থগিত, পুনরায় ভোট গণনার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৩

ঢাকা: পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভোটের ফল প্রকাশের গেজেটের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রিটের পক্ষের আইনজীবীরা জানান, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অথচ বিভিন্ন কেন্দ্রে ১২০০’র মতো ভোট বাতিল হয়েছে। এ ছাড়া ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন। এছাড়া ভোটের ফল প্রকাশের গেজেটের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

পাবনা পৌর নির্বাচন ফলাফল স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর