Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু ১০, শনাক্ত ৩৮৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪০

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৮৮ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে বুধবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ২০৬টি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৯৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩৮৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত রোগীর সংখ্যা ৮ হাজার ২৩৯ জন।

২৪ ঘণ্টার হিসেবে শনাক্ত বিবেচনায় শতকরা হার ২ দশমিক ৫৯। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২২। শনাক্ত প্রতি সুস্থতার হার ৯০ দশমিক ০১। শনাক্ত প্রতি মৃত রোগীর সংখ্যা শতকরা ১ দশমিক ৫৩ জন।

১০ জন মৃতদের মধ্যে ৭ জন পুরুষ আর ৩ জন নারী।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুইজন, ষাটোর্ধ্ব রয়েছেন ৭ জন।

নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন, চট্টগ্রামে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহে দুইজন।

১০ জনের মধ্যে সবাই-ই হাসপাতালে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় একজন মারা যাওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশে সব অফিস-আদালত চালু রাখা হয়েছে। তবে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর