নতুন রূপে ঐতিহাসিক লালদীঘি ময়দান
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫০
নতুন রূপে সাজছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান। দীর্ঘদিন অবহেলিত থাকার পর ২০২০ সালে এই ময়দানের উন্নয়ন কাজ শুরু হয়। জাতির পিতা যে স্থান থেকে ছয়দফা ঘোষণা করেছিলেন, সেখানে তৈরি হয়েছে একটি মুক্তমঞ্চ। টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই লালদীঘি ময়দান।
গত বছর সরকার মাঠটিকে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করে। দীর্ঘদিন পর হলেও ঐতিহাসিক ময়দানটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় খুশি চট্টগ্রামের রাজনীতিবিদেরা। নতুন প্রজন্মের কাছে লালদীঘি মাঠের ইতিহাস তুলে ধরতে শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধু মাঠের যে স্থানে দাঁড়িয়ে ছয় দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি হয়েছে মুক্তমঞ্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নতুন করে সাজানো লালদীঘি ময়দানের উদ্বোধন করার কথা রয়েছে। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
সারাবাংলা/এমআই