Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া ওয়েবসাইট বানিয়ে র‌্যাবের জালে আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪০

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট বানিয়ে র‌্যাবের জালে আটক হয়েছেন একটি প্রতারক চক্রের মূল হোতা রুহুল আমিন। চক্রটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য নকল ওয়েবসাইট খুলে তথ্য সংগ্রহ করছিল।

বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করে আসছিল একটি চক্র। আমরা মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম, যার নম্বর ১৪৫। সেই অভিযোগ আমলে নিয়ে প্রতারককে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

মতিঝিল থানায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট তৈরির মূল অপরাধীকে র‌্যাব আটক করে মতিঝিল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তারা বলছে, এই চক্রটি প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে একটি নকল ওয়েবসাইট (www.bprimaryschool.org) খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে।

এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কোনো সম্পর্ক নেই।

সারাবাংলা/টিএস/এমআই

ভুয়া ওয়েবসাইট

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর