Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল-জাজিরা ইস্যুতে ৬ অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৬

ঢাকা: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে ৬ অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন হাইকোর্ট। এ জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, এই রিট আইনগতভাবে গ্রহণযোগ্য কি না এবং এ বিষয়ে আদালত আদেশ দিতে পারে কি না, সে বিষয়ে আদালত অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন।

বিজ্ঞাপন

এই ছয় অ্যামিকাস কিউরি হলেন এ জে মোহাম্মদ আলী, কামালুল আলম, আবদুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগী।

এর আগে, সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এনামুল কবির ইমন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষে খন্দকার রেজা-ই রাকিব ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

সারাবাংলা/কেআইএফ/এএম

অ্যামিকাস কিউরি আল-জাজিরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর