Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ফেনসিডিল-গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

লোকাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪০

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ সফিকুল মণ্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টার সময় শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক সফিকুল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মণ্ডলের ছেলে। যশোর ৪৯ বিজিবির আওতাধীন শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আশরাফ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্তের মেইন পিলার ২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর পাড় থেকে ভারতীয় নাগরিক সফিকুল মণ্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

গাঁজা ফেনসিডিল বিজিবি ভারতীয় নাগরিক আটক সীমান্ত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর