Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের উপ-পরিচালকসহ ৪ জনকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৪০

ফাইল ছবি

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির হয়ে ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নাজমুল হাসান ছাড়া বাকী তিনজন হলেন- সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও সচিব। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

খেয়াঘাটের ইজারার টাকা আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করা নিয়ে এই মামলায় দুই আসামির জামিন শুনানি শেষে মঙ্গলবার বিচারগণ এই রায় দেন।

সাতক্ষীরা জেলা পরিষদের আওতাধীন ২২টি খেয়াঘাটের রাজস্ব আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার জামিন শুনানিতে ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করা নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে তলব করলেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/এনএস

টপ নিউজ দুদক হাইকোর্টে তলব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর