আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত: জি এম কাদের
৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০০:০০
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অ্যাডভোকেট এমদাদুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এই অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ ছিল না। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন।
এসময় আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এসময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।
সারাবাংলা/এএইচএইচ/এসএসএ