Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি সরবরাহ ও স্যানিটেশনে ১৮শ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২

ঢাকা: গ্রামীণ এলাকায় পানি সরবরাহ, স্যানিটেশন ও পরিচ্ছতায় ২০ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্পে এই টাকা ব্যয় করা হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিশ্বব্যাংক ও সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইআরডি ও বিশ্বব্যাংক থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইআরডি’র পক্ষে সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এই চুক্তিতে সই করেছেন।

বিজ্ঞাপন

ইআরডি সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০টি জেলার ৯৮টি উপজেলায় বসবাসকারী প্রায় ৪৫ লাখ মানুষ তাদের বাসভবনে, প্রায় ১০ লাখ মানুষ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসহ জনসমাগমপূর্ণ স্থানে এবং আরও প্রায় ২৫ লাখ মানুষ কাউন্টার পার্ট পিকেএসএফের মাধ্যমে নিরাপদে পরিচালিত ওয়াশ ও স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে বাস্তবায়ন করবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

এর আগে গত বছরের ২৩ জুন বিশ্বব্যাংকের বোর্ড সভায় এবং গত ২৪ নভেম্বর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোন পায়। এ ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ মিলে সুদের হার দাঁড়াবে ২ শতাংশ। ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে।

সারাবাংলা/জেজে/টিআর

গ্রামে পানি সরবরাহ বিশ্বব্যাংক স্যানিটেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর