Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাই নেই তাই পার্লামেন্টে থাকতে পারলেন না এমপি

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৬

টাই না পরায় নিউজিল্যান্ডের মাওরি পার্টির এমপি রাওইরি ওয়াইটিটিকে পার্লামেন্ট থেকে বের করে দিয়েছেন স্পিকার ট্রেভর ম্যালার্ড। খবর বিবিসি।

নিউজিল্যান্ডের পার্লামেন্টে পুরুষ এমপিরা কেবলমাত্র টাই পরা অবস্থায়ই পার্লামেন্টে প্রশ্ন উত্থাপন করতে পারেন। এমপি রাওইরি টাই না পরে থাকায়, তাকে দুই দফা প্রশ্ন করা থেকে বিরত থাকতে স্পিকার অনুরোধ করেন।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, উত্তেজিত অবস্থায় পার্লামেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় ওয়াইটিটি বলেন, বিষয়টি টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি, টাইকে উপনিবেশিক ফাঁস হিসেবে উল্লেখ করেছেন এবং টাইয়ের পরিবর্তে সবুজ পাথরের মালা পরেছিলেন।

স্পিকারের আচরণকে আপত্তিকর উল্লেখ করে ওয়াইটিটি জানান, তিনি মাওরি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

তবে, মাওরি পার্টির টাই পরিহিত আরেক নেতা ডেবি নাগেরেওয়া-প্যাকার ওয়াইটিটির বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেছিলেন, কিন্তু তিনি এতে কোনো সাড়া পাননি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ট্রেভর ম্যালার্ড নিউজিল্যান্ড মাওরি পার্টি রাওইরি ওয়াইটিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর