Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুই বাসের চাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রামপুরা কাঁচাবাজারের সামনে দুই বাসের চাপায় নাজমুল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাজমুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার উজারপাড় গ্রামের বাসিন্দা মো. শমসের আলীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে নাজমুল ছিল দ্বিতীয়। সে বর্তমানে সায়দাবাদ হুজুরবাড়ি এলাকায় থাকত। পাঁচ বছরের বেশি সময় ধরে সে বাসের হেলপারের চাকরি করত। বর্তমানে সে রাইদা পরিবহনের হেলপার ছিল।

নাজমুলকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি আটোরিকশা চালক আব্দুল জলিল জানান, রামপুরা কাঁচাবাজারের সামনে একই দিক থেকে আসা হামিম পরিবহন ও রাইদা পরিবহনের মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছিলো নাজমুল। তখন রাইদা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়।

আব্দুল জলিল আরও জানান, গুরুতর আহত অবস্থায় আমার সিএনজিতে তাকে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

কিশোর নিহত রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর