যশোর সদর, মীরকাদিম ও কালাইয়ে পৌর নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত
৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৬
ঢাকা: যশোর সদর, মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই— এই তিন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পৃথক তিন রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে স্থানীয় সরকার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
আদেশের তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী আগামী তিন মাসের জন্য এই তিন পৌরসভার নির্বাচন স্থগিত হয়েছে।
রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, তারা নির্বাচন স্থগিতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। এ ছাড়া যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
জানা যায়, এই তিন পৌরসভার কোনোটিতে ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা আবার কোনো এলাকায় ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ পড়ার অভিযোগ ওঠে। এ ধরনের অভিযোগ নিয়ে আদালতে রিট করেছিলেন স্থানীয়রা। রিটের শুনানি নিয়ে আদালত তিন মাসের জন্য এই তিন পৌর নির্বাচন স্থগিত করলেন।
সারাবাংলা/কেআইএফ/টিআর