খুবির ৩ শিক্ষককে স্বপদে ফিরতে হাইকোর্টের রুল
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৬
ঢাকা: খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আদেশের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।
পরে জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন। একইসঙ্গে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে গত ৩১ জানুয়ারি ওই শিক্ষকদের বরখাস্ত ও অপসারণ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের জবাব না পেয়ে তারা এ রিট দায়ের করেন। ওই তিন শিক্ষককে ২৩ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।
সারাবাংলা/কেআইএফ/এমআই