Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কৃষকলীগ সভাপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৪

প্রতীকী ছবি

বগুড়া: শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বন্দরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ওয়ার্ড কৃষকলীগ সভাপতি নান্টু (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নান্টু ময়দানহাট্টা ইউনিয়ন কৃষকলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নিয়ামতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় আল আমিন ও শিপনের মধ্যে বিবাদের জের ধরে উপজেলার দাড়িদহ বন্দরে রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে নান্টু গুরুতর আহত হয়। আহত অবস্থায় রাত ২টার দিকে শজিমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নান্টুর বাবা বাদশা বলেন, আমার সব শেষ হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে একটাই দাবি, আমি আমার ছেলে হত্যার প্রকৃত বিচার চাই।

ওসি এসএম বদিউজ্জামান বলেন, উপজেলার দাড়িদহ বন্দরে দুই পক্ষের সংঘর্ষে নান্টু নিহত হয়েছেন। দাড়িদহের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্ত শেষে নান্টুর লাশ মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা /এসএসএ

নিহত বগুড়া শিবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর