র্যাবের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক মামলার আসামি
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৮
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের হাত থেকে লাবু মিয়া (২২) নামে এক মাদক মামলার আসামি হ্যান্ডকাফসহ পালিয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
রংপুর র্যাব-১৩ র্যাবের উপ-পরির্দশক (এসআই) সুকুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামি লাবু মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের জায়গিরটারী গ্রামের আতাউর রহমান আতা মিয়ার ছেলে।
এসআই সুকুমার সরকার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্সসহ উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেই। এসময় লাবু মিয়াকে ইয়াবাসহ ফুলবাড়ীর উদ্দেশে যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ২৯০ পিস ইয়াবা পাওয়া যায়। আসামিকে গাড়িতে ওঠানোর সময় র্যাব সদস্য শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরবর্তীতে চেষ্টা করা হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তার বিরুদ্ধে সোমবার রাতে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে।
সারাবাংলা/এসএসএ