Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পি কে হালদারের আরেক সহযোগী অসীম রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৮

ঢাকা: দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহকারী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন আসামি অসীমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

সারাবাংলা/এআই/এসএসএ

অসীম গ্রেফতার পি কে হালদার রিমান্ড সহযোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর