Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ

রাবি করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৭ মার্চ। অনলাইনে এ আবেদন নেওয়া হবে ১৮ মার্চ পর্যন্ত। এর আগে এই বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করছেন যেসব শিক্ষার্থী, শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ বছর প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছুকে সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন নেওয়ার পর চূড়ান্ত আবেদন নেওয়া শুরু হবে ২৩ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে ড. আজিজুর বলেন, ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (মানবিক শাখা) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩-সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। ‘বি’ ইউনিটে (বাণিজ্য শাখা) চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে, ‘সি’ ইউনিটে (বিজ্ঞান শাখা) চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে, জিপিএ’র ওপরে আলাদা করে নম্বর থাকছে না এবারের ভর্তি পরীক্ষায়। বিভাগ পরিবর্তনের বিষয় নিয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

ড. আজিজুর বলেন, এবার ৮০টি এমসিকিউ প্রশ্নে ১০০ নম্বর থাকবে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা, চূড়ান্ত আবেদন ফি আগের তুলনায় কমিয়ে ১১শ টাকা করা হয়েছে।

অধ্যাপক আজিজুর বলেন, এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১টি। তিনটি ইউনিটে পরীক্ষা হবে। ‘এ’ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২০১৯ টি, ‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি, ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৬১২টি।

বিজ্ঞাপন

তিনটি ইউনিটে প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহ ধরে পরীক্ষা নেওয়া হবে। সপ্তাহের যেকোনো একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা হবে। তবে এখনো ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে করোনাভাইরাস থাকলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/টিআর

খুলনা বনাম রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর