Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহনে শৃঙ্খলা না ফিরলে উন্নয়নে লাভ হবে না: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৫

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনে যতদিন শৃঙ্খলা না ফিরবে ততদিন যতই উন্নয়ন হোক না কেন, কোনো লাভ হবে না।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে। সড়কে চলমান যেসব কাজ চলছে, সেগুলো বর্ষার আগেই শেষ করতে হবে।

বিএনপিকে অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ট ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর