উন্নয়ন প্রকল্প মূল্যায়নে ‘নো খাতির’: পরিকল্পনামন্ত্রী
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৭
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “উন্নয়ন প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিষ্ঠুর পর্যালোচনা করতে হবে। নিরপেক্ষভাবে বিষয়টি তুলে আনতে হবে। এইক্ষেত্রে ‘নো খাতির’। ভয় পাওয়ার দিন শেষ। স্বাধীন দেশে সবাই মাথা উঁচু করে বাঁচবেন। কাজ করবেন, মাথা উঁচু করেই চলবেন।”
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘কাজ দ্রুত করতে হবে। ফাইল ফেলে রাখলে চলবে না। যখাসময়ে শ্রেষ্ঠ মেধা প্রয়োগ করে কাজ করতে হবে। সাধারণ মানুষ না খেয়ে বা কম খেয়ে রাজস্ব জোগাচ্ছে। সেই টাকায় আমরা মোটামুটি ভালো আছি। কিন্তু আপনি যদি কাজটাই না করেন তাহলে তো কিছু হলো না। প্রকল্প যখন ভালোভাবে বাস্তবায়ন হয় তখন গর্ববোধ করি। এডিপি ৯৮ শতাংশ বাস্তবায়ন করতে পারলে গর্বিত হই। প্রধানমন্ত্রীর সামনে, গণমাধ্যমের সামনে তুলে ধরতেও ভালো লাগে।’
আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে ধূলিঝড় উঠে, এটা ক্ষণস্থায়ী। বাকি সময়টা পরিস্কার সব কিছুই দেখা যাবে। আমরা কাজ করে যাবো। তবে এসব ঝড় থেকে আমাদের সাবধান থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশংসা করা ভালো কিন্তু অতিপ্রশংসা ভালো নয়। নুয়ে বসে থাকা দরকার নেই। শ্রদ্ধার সঙ্গে কাজটাও করতে হবে। অনুষ্ঠানে অতিথি বলে ফুল দেওয়ার যে প্রবণতা সেটি ধীরে ধীরে বাদ দিতে হবে।’
২০২০-২১ অর্থবছরের নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত এ ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন আইএমইডির সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন- আইএমইডির অতিরিক্ত সচিব গাজী সাইফুজ্জামান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে আহসানুল্লাহ।
প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘করোনা মহামারির মধ্যেও রাজস্ব খাতের অর্থ দিয়ে এসব প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে। এ কাজ সরকার বন্ধ রাখেনি। আমরা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক সচেতনতা অবলম্বন করেছি। দেখতে চাই স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোর ক্ষেত্রে একনেকে অনুমোদন দেওয়া প্রকল্পগুলো কতটা কার্যকর হয়েছে। মূল্যায়ন কাজে যে টাকা খরচ করা হচ্ছে তা যেন কার্যকর হয়।’ করোনার মধ্যেও সিপিটিইউ এর কার্যক্রম এক সেকেন্ডের জন্যও বন্ধ ছিল না বলেও জানান তিনি।
সারাবাংলা/জেজে/এমও